বিল্বাবাড়ির গাঁজা ব্যবসায়ী পলাশ সহ আটক-২

বিল্বাবাড়ির গাঁজা ব্যবসায়ী পলাশ সহ আটক-২

বিল্বাবাড়ির গাঁজা ব্যবসায়ী পলাশ সহ আটক-২> গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন নগর গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশ।গতকাল (২২ এপ্রিল ২০২২ খ্রিঃ ১০:৩০ টায়) কোতয়ালী মডেল থানাধীন ২১নং ওয়ার্ডস্থ মুসলিম গোরস্থান রোড ধোপা বাড়ীর মোড়ের দক্ষিণ পাশে “প্রত্যাশা” নামক বিল্ডিং এর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করেছেন।

মাদক ব্যবসায়ীরা হচ্ছেন, এয়ারপোর্ট থানাধীন,দারোগা বাড়ী, লাকুটিয়া সড়ক, বিল্ববাড়ী, ০৮নং ওয়ার্ড,কাশিপুর ইউনিয়নের মো: আতিকুজ্জামানের ছেলে মো: আবীর হোসেন ও একই এলাকার মুন্সিবাড়ী মসজিদ সংলগ্ন, লাকুটিয়া সড়ক, বিল্ববাড়ী, ০৮নং ওয়ার্ড, বাসিন্দা মৃত দেলোয়ার হোসেনের ছেলে পলাশ হাওলাদার।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানাগেছে , ওই দুই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্বার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *