দক্ষিণি সুপারস্টারদের মধ্যে অন্যতম বিজয় থালাপতি। অনুরাগীরা পারলে মাথায় করে রাখেন তাকে। এবার এমন ঘটনার সম্মুখীন হতে হলো যাতে সবাই অবাক। প্রিয় তারকার গাড়ি ভাঙচুর করলেন ভক্তরা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তবে বিজয়ের প্রতি কোনো আক্রোশ থেকে এই ভাঙচুর না। মূলত অতি ভক্তিই হয়ে উঠেছে সর্বনাশের কারণ। প্রিয় তারকাকে সামনে থেকে এক নজর দেখতে হিতাহিত জ্ঞান হারিয়েছিল একদল ভক্ত। ফলে অভিনেতার সাধের গাড়ি আর চোখে পড়েনি তাদের।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বিমানবন্দর থেকে অভিনেতার গাড়ি হোটেলের উদ্দেশে যখন রওনা দেয়, তখনই একদল ভক্ত পিছু নেয় বিজয়ের গাড়ির। তার পর গাড়ি হোটেলে পৌঁছতেই প্রিয় নায়ককে সামনে থেকে দেখতে চড়াও হন ভক্তরা।
রীতিমতো গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়েন। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় বিজয়ের গাড়ি। তবে ভক্তদের তাণ্ডব শুরুর আগেই নিরাপত্তারক্ষীদের সাহায্যে গাড়ি থেকে বেরিয়ে আসেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল।