ভাসমান পেয়রা বাজারে উল্লাসিত পর্যটক(ভিডিও সহ)

ভাসমান পেয়রা বাজারে উল্লাসিত পর্যটক(ভিডিও সহ)

ভাসমান পেয়রা বাজারে উল্লাসিত পর্যটক(ভিডিও সহ)।। প্রকৃতিক এক অপরুপ সুন্দর্য্যে ভরপুর গ্রামটির নাম আটঘর-কুড়িয়ানা। সবুজ-শ্যামলে ঘেরা, দেখতে অন্যরকম এক মনমুগ্ধকর দৃশ্য।

এখানে প্রতিদিন হাজার হাজার পর্যার্টকদের সমাগম ঘটে।

বাংলার আপেলখ্যাত পেয়ারার ভরা মৌসুমে ক্রেতা সমাগমের পাশাপাশী সমাগম ঘটে পর্যটকদের।
দেশের দুর-দুরান্ত থেকে প্রতিদিন, ভ্রমণ পিপাষুরা আসছেন আপেলখ্যাত রাজ্য ভিমরুলি ভাসমান বাজার সহ পেয়ারা বাগনে।

পেয়ারা বাগনকে ভ্রমণ পিপাষুদের কাছে আরো আকর্ষনীয়ভাবে তুলে ধরার জন্য বাগানে গড়ে তুলা হয়েছে বেশ কিছু পিকনিক স্পট।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা প্রতিদিন সকাল থেকে সন্ধা পযর্ন্ত আকাঁ-বাকাঁ ছোট ছোট খালে উকি মারছেন।
পর্যটকদের সমাগমে পেয়ারা বাগানের পাশাপাশী ভাসমান পেয়ারার হাটটি আরো আর্কষনীও হয়ে উঠছে।

পযর্টকরা বলছেন, আটঘর কুড়িয়ানা গ্রামটি আসলেই প্রকৃতিক এক অপরুপ সুন্দর্য্যে ভরপুর।
সবুজ-শ্যামলে ঘেরা, দেখতে অন্যরকম এক মনমুগ্ধকর দৃশ্য।

এযেনো এক সৃষ্টিকর্তার অপরোপ সুন্দয্যে।

গ্রামটির যেদিকে তাকাবেন, সেদিকেই ছোট ছোট আকাঁ-বাকাঁ খালের দুই পাশে সবুজের সমারাহ্ ।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানার খ্যাতি দেশজুড়ে।

এখান থেকে প্রতিবছর পেয়ারা এবং আমড়া রপ্তানি করা হয় দেশের অধিকাংশ জেলা-উপজেলায়।
তাই পর্যটকের বিষয়টি মাথায় রেখে,

বেশ কিছু বাগান মালিকরা ৩০ টাকার বিনিময় ফ্রি পেয়ারা খাবারের পাশাপাশী, নিজেদের বাগানের সুন্দের্য্য উপভোগ করার জন্যস রেখেছে উন্মুক্ত।

মজার বিষয় হচ্ছে, পযর্টকদের কাছে নিজেদের গ্রামকে আরো আর্কষনীয়ভাবে তুলে ধরার জন্য বাগানের ভিতরে ঝুলন্ত ব্রীজ ও ওয়াচ টাওয়ার নির্মাণ করেছেন বাগন মালিকরা।

প্রকৃতিক এই সুন্দর্য্য উপভোগ করতে, প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন প্রার্ন্ত থেকে অসংখ্য পযর্টকদের সমাগম ঘটে এখানে।

পর্যাটকদের নিরাপত্তার জন্য রাখা হয়েছে পুলিশ প্রশাসন সহ আইনসৃঙ্খলা বাহিনী।
এমনকি পযর্টকদের সুবিধার্থে নিজ উদ্যোগে রান্না করার ব্যবস্থা রাখা হয়েছে এখানে।

তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে একদিকে যেমন রাষ্ট্রিয় কোষাগাড়ে বাংলার আপেলখ্যাত পেয়ারার রাজ্যটি গড়ে উঠবে বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি বিনোদন কেন্দ্র।

আটঘর-কুড়িয়ানা গ্রাম ঘুরে এম. লোকমান হোসাঈন,সময়ের বার্তা,সংবাদ,বরিশাল।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *