ভোটকেন্দ্রে অনুমতি ছাড়া প্রবেশ করতে পাড়বে সাংবাদিক, করতে পাড়বে ভিডিও: ইসি হাবিব

ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে বিফ্রিংকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। ছবি: আজকের পত্রিকা ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে বিফ্রিংকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। ছবি: আজকের পত্রিকা
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে অনুমতি লাগবে না। প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত করে ঘুরে দেখা, ছবি ও ভিডিও ধারণ করা যাবে। ভোট গণনার সময়ও ক্যামেরায় ভিডিও ধারণ করা যাবে।

বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে আজ শনিবার অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, ‘নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এটা প্রমাণ করেছি। প্রতিটি নির্বাচনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করছি উপজেলায়ও সুন্দর নির্বাচন উপহার দিতে।’

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর আগে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। প্রথম ধাপে আগামী ৮ মে এ দুই উপজেলায় ভোট গ্রহণ হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *