মসজিদে চলন্ত ফ্যান খুলে পড়ে মুসল্লি আহত

পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য উদ্বোধনকৃত মডেল মসজিদের চলন্ত ফ্যান খুলে পড়ে রুবেল (৩৫) নামে এক মুসল্লি গুরুতর আহত হয়েছেন। ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদটি গত ২৬ জানুয়ারি উদ্বোধন করা হয়।

মঙ্গলবার তারাবির নামাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। আহত রুবেল মঠবাড়িয়া সরকারি কলেজের পেছনে মো. দিদারুল আলমের ছেলে।

আহত রুবেলকে মুসল্লিরা উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার কানে ১২টি সেলাই দেওয়া হয়েছে।

তারাবীর নামাজের সময় চলন্ত ফ্যান পড়ে আহতের ঘটনায় মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, এটি একটি দুর্ঘটনা, তবে গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি মঠবাড়িয়ার পৌর শহরে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *