মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ববি শিক্ষার্থীর ওপর হামলা ।। স্টাফ রিপোর্টার ॥ মাদক ব্যবসায় বাধা প্রদান করায় ববি শিক্ষার্থীর ওপরে হামলা। স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন। বরিশাল কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ৮ নং ওয়ার্ড বিল্বাবাড়ী গ্রামের ইউপি সদস্য ও মাদকাসক্ত সানাউল করিম রেজভী দীর্ঘদিন যাবত এলাকায় মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত।
আজ সকাল ১০টার দিকে এনিয়ে স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ফকিরের ছেলে ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাতুল ইসলাম হৃদয়ের সাথে বাদ-বিতন্ডায় জড়িয়ে পড়েন।
সাধারণ বিজ্ঞান সৃজনশীল প্রশ্নোত্তর নবম ও দশম শ্রেণী (PDF)
একপর্যায় হৃদয়ের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছেন। স্থানীয়রা শিক্ষার্থী রাহাতুল ইসলাম হৃদয়কে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
এদিকে উক্ত ঘটনাকে কেন্দ্র করে বরিশাল এয়ারপোর্ট থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছেন দুইপক্ষ। পুলিশ বলছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।