স্টাফ রিপোর্টার ॥ মানুষ মানুষের জন্য। চলুন সংবাদটি শেয়ার করে ছেলেটি সন্ধান পেতে সাহয্য করি। রেজওয়ান আহম্মেদ রাফি (১৫) নামে একজন ছাত্র হারিয়েছে। রাফির বাবার নাম কবির হোসেন হাওলাদার। গ্রামের বাড়ি পিরোজপুর জেলা ও থানাধীন পূর্ব শিকদার পাড়া (মুসলিমপাড়া) এলাকায়। রাফি একই এলাকার ধুলপাশা কেরাতুল হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো।
- আরো পড়ুন: জেনে নিন করোনার ক্যাপসুলের দাম কত, খেতে হবে কতটি
- আরো পড়ুন: টিকাদান কর্মসূচিতে সহায়কের ভুমিকায় ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি
- আরো পড়ুন: ২১ কোটি ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
২২ নভেম্বর মাদ্রাসায় ছেলেকে দেখতে গিয়ে জানতে পারেন, তার ছেলে গত ২১ নভেম্বর সন্ধা সাড়ে ৭টার দিকে মাদ্রারাসা থেকে বাড়ি যাবার উদ্দ্যেশে বের হন। পরে কোথায়ও না পেয়ে পিরোজপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যাহার ডায়রী নং-৮০৩/০২১। এছাড়া সাধারণ ডায়রীতে আরো উল্লেখ করা হয়েছে, ছেলে রাফির উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি,
গায়ের রং শ্যামলা,মূখমন্ডল গোলাকার,হারানোর সময় পরোনা ছিল ব্ল রংয়ের গেঞ্জি এর উপর কালো রংয়ের জ্যাকেট এবং সাদা রংয়ের পায়জামা, পিরোজপুরের আঞ্চলিক ভাষায় কথা বলেন রাফি। যদি কেউ রাফির সন্ধান দয়া করে রাফির বাবার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ০১৯৪২২৩৬৮৯১। অথবা সময়ের বার্তা বরিশাল অফিস:01711993210
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।