সোমবার নগরীর মাসুম একাডেমিতে এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে একাধিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। পরীক্ষায় অংশ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ বিদায় সংবর্ধনায় পরীক্ষার জন্য বিভিন্ন নির্দেশনামূলক পরামর্শ দেন প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ।
মাসুম একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাসুম বিল্লাহ সময়ের বার্তাকে বলেন, ‘গত বছরও আমাদের এ প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং তারা বেশ পরীক্ষায় বেশ সন্তোষজনক ফলাফল এনেছিল। আমরা আশা করছি এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীরাও সাফল্যের সেই ধারাবাহিকতা বজায় রাখবে।’
বৈশ্বিক মহামারী করোনার কারণে শিক্ষার্থীদের প্রস্তুতিতে কিছুটা সমস্যা হয়েছে দাবি করে মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা চেষ্টা করেছি হাতে থাকা এ অল্প সময়ে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত করতে। ’ এদিকে বিদায় সংবর্ধনার আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট এবং বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- শিক্ষক ইমরান, লিটন, নুসরাত, সিফাত এবং মহিব্বুল্লাহ প্রমুখ। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক এবং আগত অন্যান্য অতিথিবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।