বলিউড সুপারস্টার শাহরুখ খান। গত বছর পরপর দুটি বাম্পারহিট (পাঠান ও জওয়ান) সিনেমা উপহার দিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়েছেন। বছর শেষে স্বল্প বাজেটের ‘ডানকি’ দিয়েও অনেকটা বাজিমাৎ করেছেন। এরপর থেকে অনেকটা চুপ। নতুন কোনো প্রজেক্টে কাজ করছেন বা করবেন গত চার মাসেও সেটা প্রকাশ করেননি।
এর মধ্যে ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছে, এবার মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়েই বড় পর্দায় হাজির হচ্ছেন বলিউড কিং। সিনেমার নামও হচ্ছে ‘কিং’। যার বাজেট ২০০ কোটি ভারতীয় রুপি! সিনেমার পরিচালক সুজয় ঘোষ ও সিদ্ধার্থ আনন্দ। হলিউডের ‘লিওন: দ্য প্রফেশনাল’ থেকে অনুপ্রেরণা নিয়েই নির্মিত হচ্ছে এ সিনেমা।
আগামী মে মাস থেকে শুরু হবে শুটিং। নির্মাতাদ্বয় শাহরুখের সঙ্গে এ সিনেমা নিয়ে ২০২৩-এর অক্টোবর থেকে টানা মিটিং করেছেন। তার পরামর্শ অনুযায়ী স্ক্রিপ্টে নানা বদল এসেছে। এটি মূলত একটি অ্যাকশন সিনেমা। নির্মিত হচ্ছে শাহরুখেরই প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট থেকে। সহপ্রযোজনায় রয়েছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স এন্টারটেনমেন্ট।
শাহরুখ চাইছেন মেয়েকে উপস্থাপন করার জন্য একটি দুর্দান্ত সিনেমা তৈরি করতে। আর সেই চেষ্টাই করছেন দুই পরিচালক। যদিও সিনেমায় সুহানা খানের অভিষেক গত বছরই হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে প্রথমবার বড় পর্দায় বাবা-মেয়েকে একসঙ্গে দেখা যাবে ২০২৫ সালের মাঝামাঝি।