মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ!সাঁঁকোই ভরসা,(ভিডিও)।। বরিশাল অফিস।। ক্ষমতায় থেকে, ক্ষমতাসীন দলের ছাত্রলীগের হামলার ভয়! এমন বক্তব্যে হতম্বব নগরবাসী।
নানা সমস্যায় জর্জরিত বরিশাল নগরীর অধিকাংশ এলাকাগুলো।
চোখে পরার মত কোন উন্নায়নমূলক কাজ না হলেও আছে গলাবাজী।
দেখে বুঝার কোন উপায় নেই এটা বরিশাল নগরীর ধান গবেষনা এলাকা। যা নগরীর ২৪ ন; ওয়াডে অবস্থতি।
প্রায় শতাধিক পরিবারের একমাত্র চলাচল পথ সাকো। সাকো দিয়ে এভাবেই প্রতিদিন শতাধিক পরিবারের লোকজন এবং স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীরাও চলাচল করছেন।
- আরও পড়ুনঃ স্কলারশিপ কি কেন এবং কিভাবে পাওয়া যায়? (বিস্তারিত)
- আরও পড়ুনঃ বাংলাদেশিদের জন্য সেরা ১০টি স্কলারশিপ
শুধু তাই না সল্পমূল্যে সরকারের বরাদ্দ্যকৃত টি সি বি‘র কার্ড নিয়েও রয়েছে বহু অভিযোগ।
ছাত্রলীগ ক্যাডারদের হাতে লাঞ্চিত হবার ভয় থাকলেও সিটি করপোরেশন এর বিরুদ্ধে এই কাউন্সিলর সময়ের বার্তাকে দেন নানা চাঞ্চ্যলকর তথ্য।
অন্যদিকে ২৪ নং ওয়ার্ড ঘুরে দেখা যায় ওয়ার্ডের বেশির ভাগ রাস্তাই বেহাল দশা। নেই কোন ড্রেনেজ ব্যবস্থাও।
মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ!সাঁঁকোই ভরসা,(ভিডিও)
ওয়ার্ডের,ধান গবেষনার রোড়, মোল্লা বাড়ী সড়ক, বীর মুক্তিযোদ্ধা সড়ক,মৃধ্য বাড়ী সড়ক সহ ৮টি সড়কে বেহাল দশা। এর কারণে ওয়ার্ডবাসীর মধ্যে রয়েছে নানা ক্ষোভ।
বরিশাল সিটি করপোরের্শেন এর ২৪ নং ওয়ার্ড বর্তমান জনপ্রতিনিধিদের মেয়াদকাল প্রায় চার বছর এর অধিক সময় পার হয়ে গেলেও এলাকায় কোন উন্নায়নমূলক কাজ করতে পারেননি কাউন্সিলর।
স্থানীয়দের অভিযোগের বিষয় অকপর্টে শিকার করে নিলেন কাউন্সিলর শরীফ মো: আনিছুর রহমান আনিছ শরীফ।
মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ!সাঁঁকোই ভরসা (ভিডিও)
এলাকার রাস্তা,ড্রেনেজ নির্মান এবং সংস্কার করার জন্য বরিশাল সিটি করপোরের্শন বরাবর লিখিত ভাবে আবেদন করেও কোন লাভ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
২৪ নং ওয়ার্ড রুপাতলী-ধান গবেষনা এলাকায় অলি-গলি মিলিয়ে ৮১ টি রাস্তার মধ্যে প্রায় সবগুলোরই বেহাল দশা। প্রয়োজন সংস্কারের।
- আরও পড়ুনঃ নাসায় চাকরীর যোগ্যতা , আবেদন , ইন্টারভিউ এবং বেতন
- আরও পড়ুনঃ গুগলে চাকরী পাওয়ার সহজ উপায় বা নিঞ্জা টেকনিক
বছরে বাড়ছে ভ্যাট, ট্রেক্স, পানির বিল সহ নানা খরচ। তবে এই এলাকাতে নেই তেমন কোন উন্নয়ন।
নামে সিটিতে বসবাস! অথচ সিটি করর্পোরেশন এর অন্তভুক্ত হওয়ার প্রায় ২০ বছর পরে সাকো দিয়ে করতে হয় চলাচল।
নেই ড্রেনেজ ব্যবস্থাও। ২৪ নং ওয়ার্ড ঘূরে সাগর বৈদ্য,সময়ের বার্তা,সংবাদ, রুপাতলী, বরিশাল।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।