মৎস অধিদপ্তরের অভিযানে অবৈধ জাল পুরিয়ে জব্দ

হিজলায় অবৈধ জাল পুড়িয়ে নষ্ট করা হয়।হিজলায় অবৈধ জাল পুড়িয়ে নষ্ট করা হয়। ছবি: আজকের পত্রিকা
বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে মাছ ধরার অবৈধ মশারি ও বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ ছাড়া একই দিন উপজেলা মৎস্য কর্মকর্তা হিজলা মেঘনার শাখা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার ছয়টি বেহুন্দি ও একটি পাইজাল জব্দ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই সব জাল পুড়িয়ে নষ্ট করেন। এ সময় কোস্ট গার্ডের সিসি মো. সোহেল রানা, হিজলা নৌ পুলিশের উপপরিদর্শক মো. বশির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আজকের পত্রিকা বলেন, ‘মশারি, পাইজাল এবং বেহুন্দি জালসহ ছোট ফাঁসের জালে জাটকা ও রেণু পোনা বিনষ্ট হয়। এতে মৎস্য সম্পদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে। তাই এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *