রুপাতলী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সুমন মোল্লাকে প্রাণ নাশের হুমকি জিডি

রুপাতলী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সুমন মোল্লাকে প্রাণ নাশের হুমকি:জিডি

রুপাতলী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সুমন মোল্লাকে প্রাণ নাশের হুমকি জিডি। বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. কাওসার হোসেন শিপনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী হয়েছে।

বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম সুমন মোল্লা বাদী হয়ে বুধবার (০১ জুন) সন্ধ্যায় এই ডায়েরী করেন। ডায়েরী নম্বর ৭৭।

ডায়েরীতে তিনি কাওসার হোসেন শিপনের বিরুদ্ধে মুঠোফোনে কল করে অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণ নাশের হুমকি প্রদানের অভিযোগ করেছেন। এজন্য তিনি শঙ্কিত বলে ডায়েরীতে উল্লেখ করেছেন।

অভিযুক্ত কাওসার হোসেন শিপন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লার অনুসারী এবং অভিযোগকারী সুমন মোল্লা বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী।

সম্প্রতি রূপাতলী বাসস্ট্যান্ড কেন্দীক শ্রমিক ইউনিয়নের পাল্টাপাল্টি কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে সুমন মোল্লাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা চেষ্টা করেন মেয়র অনুসারিরা। এ ঘটনায় দায়েরকৃত মামলা আদালতে বিচারাধিন রয়েছে।

বুধবার কোতয়ালী থানায় সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী হাউজিংয়ের বাসিন্দা মৃত মোসলেম আলী হাওলাদারের সাথে পূর্ব বিরোধ চলে আসছে ২৫ নম্বর ওয়ার্ডের বসুন্ধারা হাউজিংয়ের মৃত সেকান্দার আলী মোল্লার ছেলে আরিফুল ইসলাম সুমন মোল্লার।

এর ধারাবাহিকতায় বুধবার বেলা ১২টা ৪৭ মিনিটে কাওসার হোসেন শিপন পূর্বের বিরোধ নিয়ে তার ব্যবহৃত মুঠোফোন ০১৭১১৩৬৮০৩৭ নম্বর দিয়ে কল করে সুমন মোল্লাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। গালাগালের কারণ জানতে চাইলে শিপন ক্ষিপ্ত হয়ে সুমন মোল্লাকে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি দেয়।

ডায়েরিতে সুমন মোল্লা বলেন, আমি বুঝতে পারি কাওসার হোসেন শিপন বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে পারে। তাই হুমকির বিষয়টি নিয়ে তিনি শঙ্কিত। তাই এই বিষয়ে আপাতত মামলার পরিবর্তে থানায় সাধারণ ডায়েরী করেন মো. আরিফুল ইসলাম সুমন মোল্লা।

এদিকে, সুমনের করা অভিযোগের বিষয়ে কাওসার হোসেন শিপনের বক্তব্য জানা যায়নি। তবে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আজিমুল করীম বলেছেন, একটি সাধারণ ডায়েরী হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *