পবিত্র রমজান মাস শুরুর আগে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা বেশ কঠিন হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এএফপির।
গাজা উপত্যকায় গত পাঁচ মাস ধরে চলতে থাকা সংঘাত থামাতে আসন্ন রমজান মাসে কি দুপক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর হতে পারে? যুক্তরাষ্ট্রের রোজভ্যালিতে শুক্রবার (৮ মার্চ) সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, ‘এটা বেশ কঠিন বলেই মনে হচ্ছে।’
আগামী সোমবার বা মঙ্গলবার থেকে গাজায় হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস শুরু হতে পারে। তবে বিষয়টি পুরোটাই চাঁদ দেখার ওপর নির্ভর করছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, রমজান মাস ঘনিয়ে আসার সাথে সাথে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে সহিংসতার সম্ভাবনা নিয়েও ‘আমি অনেক চিন্তিত’।
এর আগে গত মঙ্গলবার বাইডেন সতর্ক করে বলেছিলেন, পবিত্র রমজানের আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি না হলে ‘খুবই বিপজ্জনক’ পরিস্থিতি হবে। একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধবিরতির চুক্তিটি গ্রহণের বিষয়টি হামাসের ওপর নির্ভর করছে।
গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিসরের রাজধানী কায়রোতে হওয়া আলোচনা ভেস্তে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই প্রতিশোধের নামে গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাঁচ মাসের বেশি সময় ধরে চলা অবিরাম ইসরায়েলি হামলায় এরই মধ্যে ৩০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজার ৪০২ জন।