কাজ দিয়ে নয় ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় আছেন অপু বিশ্বাস। এর সবটাই শাকিবকে ঘিরে। বিভিন্ন সম্য সাংবাদমাধ্যমকে জানাচ্ছেন শাকিবকে নিয়ে নতুন নতুন তথ্য। এবার শাকিব-অপুকে নিয়ে কথা বললেন অভিনেতা মামনুন ইমন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন মামনুন ইমন ও বিদ্যা সিনহা মিম। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। এক পর্যায়ে ইমনের উদ্দেশে প্রশ্ন ছোড়া হয়, ঢালিউডের গসিপ কুইন কে?
জবাবে ইমন বলেন, ‘অপু বিশ্বাস। তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। কিন্তু গসিপিংটা ও খুব মজা করে আনন্দ নিয়ে করে, ভালো লাগে। ঢালিউডের সব খবরও থাকে অপু বিশ্বাসের কাছে। মানে অপু বিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই। মানে মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকত। তাই ইন্ডাস্ট্রিতে কোথায় কী হচ্ছে—অপু বিশ্বাসের কাছে খবর থাকে। এমনকি সে খুব সঠিক তথ্য দিয়ে দেয়।’
এ সময় শাকিব খানের কথাও বলেন ইমন। নায়ক-নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো নাচতে পারেন কে?জানতে চাইলে ইমন বলেন, ‘নায়কদের মধ্যে আমার কাছে মনে হয় শাকিব খান আর আরিফিন শুভ খুব ভালো নাচতে পারেন। আর নায়িকাদের মধ্যে আমার মনে হয় অসম্ভব ভালো নাচে বিদ্যা সিনহা মীম আর নুসরাত ফারিয়া।’