সালমানের বাড়ির সামনে গোলাগুলির ঘটনায় আটক ২

ভারতের বান্দ্রা ওয়েস্টে বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় ২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বাইয়ের অপরাধ দমন শাখা। ১৫ এপ্রিল সোমবার রাতে অভিযুক্তদের গুজরাটের ভূজ থেকে ধরা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, ‘উভয় অভিযুক্ত, যারা গুলি চালানোর পর মুম্বাই থেকে পালিয়ে যায়। তাদের গ্রেফতার করা হয়েছে গুজরাটের ভূজ থেকে।’ এক কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে যে আরও তদন্ত এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের মুম্বাইয়ে নিয়ে আসা হবে।

১৪ এপ্রিল সকালে সালমান খানের বাসভবন ‘গ্যালাক্সি’র সামনে যে গুলি চালানোর ঘটনা ঘটে, তাতে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাদের গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়।

প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা গেছে, ২ অভিযুক্ত ঘটনাস্থলে পৌঁছায় মোটরসাইকেলে করে, হেলমেটে মুখ ঢেকে, এবং যা দেখে অনুমান করা হচ্ছে যে পুরোটাই ‘নিপুণভাবে পরিকল্পনা’ করা হয়েছিল আগে থেকেই। ওইদিন মোট ৪ রাউন্ড গুলি চালানো হয় এবং যার ফলে ঘটনাস্থলে গুলির চিহ্ন স্পষ্ট রয়ে যায়। ঘটনায় গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম বিকি গুপ্তা ও সাগর পাল।

এর আগে মুম্বাইয়ের অপরাধ দমন শাখা, দুই ব্যক্তিকে গুলি চালানোর ঘটনায় যুক্ত থাকার সন্দেহে তলব করে এবং জিজ্ঞাসাবাদ করে। এই ঘটনার পর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ফোনে বলিউডের সালমানখানের সঙ্গে পুরো বিষয়টি নিয়ে কথা বলেন। মুম্বাই পুলিশ কমিশনারের সঙ্গেও রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেন বলে খবর, এবং তিনি অভিনেতার নিরাপত্তা বাড়ানোর সুপারিশও করেন।

২০২২ সালের নভেম্বর মাস থেকে, সালমান খানের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে ওয়াই-প্লাস করা হয়েছে যার মূল কারণ ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারের পক্ষ থেকে লাগাতার হুমকি। সালমান খানকে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র বহন করারও অনুমোদন দেওয়া হয়েছে এবং অতিরিক্ত সুরক্ষার জন্য একটি বিশেষ ধরনের নতুন গাড়িও কিনেছেন তিনি।

Check Also

জুয়া কান্ডে গ্রেফতার বলিউড তারকা!

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *