সিনেমার শুটিংয়ে ফিরছেন মিঠুন

শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী ১০ ফেব্রুয়ারি ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ে যাওয়ার আগে অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা জানান, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন মিঠুন।

মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে টালিউডের অনেকেই তার সঙ্গে দেখা করতে যান। ভারতের রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে মিঠুনের স্বাস্থের খোঁজ-খবর নেন। ১২ ফেব্রুয়ারি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পান মিঠুন।

ডাক্তারদের পরামর্শ অনুযায়ী কলকাতায় বোনের বাড়িতেই বিগত কয়েকদিন বিশ্রামে ছিলেন মিঠুন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) তিনি আবারও ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন।

প্রথমে কথা ছিল মিঠুন ২২ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করবেন। কিন্তু হাসপাতালে থাকার জন্য দুদিন সিনেমার শুটিং করতে পারনেনি তিনি। তাই কথা দিয়েছিলেন ১৯ ফেব্রুয়ারি থেকে তিনি ফ্লোরে ফিরবেন।

সেই কথা মতো রাখলেন মিঠুন। শুটিং লোকেশন বানতলা। সোমবার সকাল ১০টা নাগাদ শুটিং ফ্লোরে উপস্থিত হন ‘মহাগুরু’। হাসি মুখেই ফ্লোরে প্রবেশ করেন তিনি।

মিঠুনের অসুস্থতার খবরে সোহম চক্রবর্তী প্রযোজিত এ সিনেমার শুটিং নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সোমবার মিঠুনের প্রত্যাবর্তনে ইউনিটের প্রত্যেকের মুখেই হাসির ঝলক। প্রথম দিন অভিনেতা যেমন চেয়েছেন সেভাবেই শুটিং করা হয়েছে।

মিঠুনকে প্রয়োজনে বিশ্রামও দেওয়া হয়েছে। তিনি আবারও সিনেমার শুটিং শুরু করতে পেরে খুশি সিনেমার পরিচালক পথিকৃৎ বসু। এ প্রসঙ্গে পথিকৃৎ বসু গণমাধ্যমকে বললেন, ‘মিঠুনদা নতুন উদ্যমে শুটিং শুরু করেছেন। তাকে দেখে আমরাও উচ্ছ্বসিত। লাঞ্চ ব্রেকের আগে দুটো দৃশ্যের শুটিংও করে ফেলেছি আমরা।’

সোমবার মিঠুনের সঙ্গে ফ্লোরে ছিলেন অভিনেতা রজতাভ দত্ত। ইউনিট সূত্রে খবর, মিঠুন ফ্লোরে ফিরে প্রচণ্ড খুশি। প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন। এদিন সকলের কেমন কেটেছে তার খোঁজ-খবর নিয়েছেন।

মিঠুনের অসুস্থতার পর নির্মাতাদের নতুন করে শুটিং শিডিউলের পরিকল্পনা করতে হয়েছে। আগামী ১ মার্চ পর্যন্ত চলবে সিনেমার শুটিং। আসছে দুর্গা পূজায় ‘শাস্ত্রী’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Check Also

জুয়া কান্ডে গ্রেফতার বলিউড তারকা!

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *