সেচ্ছাসেবক দলের নেতা-আ‘লীগের এজেন্ট শান্ত আটক! অত:পর...
সেচ্ছাসেবক দলের নেতা-আ‘লীগের এজেন্ট শান্ত আটক! অত:পর...

সেচ্ছাসেবক দলের নেতা-আ‘লীগের এজেন্ট শান্ত আটক! অত:পর…

সেচ্ছাসেবক দলের নেতা-আ‘লীগের এজেন্ট শান্ত আটক! অত:পর...।। সেচ্ছাসেবক দলের নেতা শান্ত আ‘লীগের এজেন্ট আটক! অত:পর মুক্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শাহাদাৎ হোসেন শান্ত আওয়ামীলীগ এর এজেন্ট বলে অভিযোগ উঠেছে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বঘোষিত নেতা শাহাদাৎ হোসেন (শান্ত) এর আওয়ামী লীগ নেতা কর্মিদের সাথে মিটিং করতে গিয়ে গতকাল ডিবির হাতে আটক হন।
গতকাল ৮ জানুয়ারী সন্ধার পরে মেডিকেল এর সামনে ৪র্থ শ্রেনী কর্মচারী কোয়াটারের ভিতর হাসপাতাল এর আওয়ামী লীগ কর্মচারী নেতা সাহাদাৎ হোসেন (সোহাগ) ওরফে হুজুর সোহাগ, সাইফুল ইসলাম পারভেজ, আবু বক্কর, ইমরান, লিটন, আল আমিন,
হাফিজ সহ আরও ১৫/২০ জন একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে গোপন মিটিং করার চেষ্টা করা হয়, এ সময় ডিবির একটি টিম তাদেরকে আটক করেন। যদিও এবিষয় পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
সূত্রর দাবী পরে তারা হাসপাতাল কর্মচারী পরিচয় দেওয়ায়, মুচলেকা নিয়ে ছেড়ে দেন ডিবি পুলিশ।
উল্লেখ্য শাহাদাৎ হোসেন (শান্ত) সরকারি চাকরি থাকা সত্বেও বিএনপি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পোস্ট হোল্ড করে যা সরকারি চাকরি আইনের পরিপন্থী।
বিষয় টি স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মঞ্জু জানলেও কোনরূপ ব্যবস্থা গ্রহন করেনি। উল্টো তাকে সহযোগিতা করে আসছেন বলে অভিযোগ উঠে।

কোটা সংস্কার আন্দোলনে শহীদদের তালিকা সংগ্রহ চলছে-২০২৪

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে

Check Also

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন!

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন!

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন! ।। এম. লোকমান হোসাঈন ॥ জাল-কাগজপত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *