স্বর্ণযুগের বিখ্যাত শিল্পী কমলেশ আওয়াস্থি মারা গেছেন

গজল সম্রাট পঙ্কজ উদাসের মৃত্যুর এক মাসের মধ্যেই উপহমাদেশের আরও এক কিংবদন্তি শিল্পী চলে গেলেন। জানা গেছে, স্বর্ণযুগের বিখ্যাত শিল্পী কমলেশ আওয়াস্থি আর নেই।

কিংবদন্তি এ শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমেছে সংগীত ভুবনে। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৭৮ বছর। সবার কাছে তিনি ‘ভয়েস অফ মুকেশ’ নামে পরিচিত ছিলেন।

দীর্ঘদিন ধরেই জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন এই শিল্পী। দীর্ঘ একমাস কোমায় ছিলেন তিনি। অবশেষে ২৮ মার্চ না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি গায়ক।

কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের ঠোঁটে গান গেয়েছিলেন সংগীতশিল্পী কমলেশ। তার গানের প্রতিভার কল্যাণেই তিনি সবার মন জয় করে নিয়েছিলেন। রাজ কাপুরের সিনেমায় গান গেয়ে ভয়েস ‘অফ মুকেশ’র তকমা পেয়েছিলেন।

‘ট্রিবিউট টু মুকেশ’ অ্যালবামের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন শিল্পী। কিংবদন্তি গায়ক মুকেশের সঙ্গে তার গলার অনেকটাই মিল পেত সবাই। আর এই কারণের জন্যই তাকে ‘ভয়েস অফ মুকেশ’ নামে সম্বোধন করা হত।

কমলেশ গুজরাটি সিনেমার একাধিক গানেও কণ্ঠ দিয়েছেন। গুজরাটি সিনেমা আজকের এই অবস্থানে আসার পেছনে তার অনেক অবদান রয়েছে। গুজরাটি ছাড়াও হিন্দি সিনেমাতে তার কৃতিত্ব ছিল।

একাধিক গান গেয়ে সবার মন জয় করে নিয়েছেন কমলেশ। তার মৃত্যুতে সংগীত জগতের একাধিক ব্যক্তিত্ব শোকপ্রকাশ করেছেন। তার মৃত্যু সংগীত অঙ্গনের জন্য বিরাট ক্ষতি- বলেও মনে করছেন কেউ কেউ ৷

Check Also

জুয়া কান্ডে গ্রেফতার বলিউড তারকা!

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *