১ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বাসন্তী

টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তার পরিবার সূত্রে জানা গেছে, ৩০ মার্চ বাসন্তী বাড়ি ফিরেছেন।

গত ৬ মার্চ থেকে ভারতের দমদমের একটি নার্সিংহোমে সঙ্কটজনক পরিস্থিতিতে ভর্তি করানো হয় ৮৭ বছর বয়সী অভিনেত্রী বাসন্তীকে। তারপর থেকেই কোমায় ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে পেটের ক্যান্সারে আক্রান্ত বাসন্তী।

বাসন্তীর বুকে পেসমেকার বসানো রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, অভিনেত্রীর একটি কিডনিও আর সচল নেই। সোমবার ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’র পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে বাসন্তী বলেন, ‘এখন ভাল আছি। কিন্তু, দুর্বলতা কাটেনি।’

তবে অভিনেত্রী যে দ্রুত শুটিংয়ে ফিরতে চাইছেন, তা বোঝা গেল তার কথায়। এ প্রসঙ্গে বাসন্তী বলেন, ‘শুটিং তো শুরু করতে চাই। কিন্তু এখন বাড়িতে হাঁটাচলা করতে একটু সমস্যা হচ্ছে। পায়ে বিশেষ একটা জোর নেই। সেরে উঠলেই আমি আবার ফ্লোরে ফিরব।’ অভিনেত্রীর মেয়ে-জামাইও নিয়মিত বাড়িতে এসে তার দেখাশোনা করছেন।

হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসার খরচ টানতে পারছিলেন না বাসন্তী। আর্টিস্টস’ ফোরাম অভিনেত্রীর পাশে ছিল। হাসপাতালে ভর্তি হওয়ার আগে ‘গীতা এলএলবি’ সিরিয়ালে অভিনয় করছিলেন বাসন্তী।

গল্প অনুযায়ী, অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের মায়ের চরিত্রে অভিনয় করছিলেন তিনি। আপাতত বাসন্তীর সুস্থতার খবরে ইউনিটে খুশির পরিবেশ।

বাসন্তীর অভিনয় জীবনের সূত্রপাত হয় সত্তরের দশকে। অভিনয় করেছেন একাধিক সিনেমা ও সিরিয়ালে। তার উল্লেখযোগ্য সিনেমা ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’।

Check Also

জুয়া কান্ডে গ্রেফতার বলিউড তারকা!

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *