আজ ৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে বরিশালের ম্যাটসের সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবি নিয়ে বক্তব্য রাখেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ইন্টার্নশীপ বহাল সহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করা।এ্যালাইড হেলথ্ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড চালু করা। কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ দেওয়া। বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান করা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জমজম ম্যাটসের ইন্টার্ন শিক্ষার্থী মাসুম বিল্লাহ, মোহাম্মদ মেহেদী হাসান, ডিডাব্লিউএফ’র শিক্ষার্থী আবু রায়হান, মামুন মৃধা, ফরিদপুর ম্যাটস’র শিক্ষার্থী নিশাত তাসলিম।
মানববন্ধনে অংশ নেওয়ার শিক্ষার্থীরা জানিয়েছে ৪ দফার দাবিতে আজ বিকেল ৫ টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন ও অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছে তাদের যৌক্তিক দাবি না মানা হলে আগামী দিনে কঠোর কর্মসূচি নিয়ে রাস্তায় নামবেন।