শিশু তাওসিনকে বাচাঁতে এগিয়ে আসার সবার কাছে সাহয্য চাইলেন, বাবা হারানো শিশুর মা ছালমা বেগম।
ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার উত্তর চেচরী গ্রামের মৃত্যু মনির হোসেন হাওলাদার স্ত্রী মোসাঃ ছালমা বেগম। স্বামী মোঃ মনির হোসেন হাওলাদার ২০১৭ সালের ৫ মাসের ছেলে সন্তান রেখে লিভার ক্যান্সারে মারা যান।
- আরো পড়ুন: বরিশালে সতর্কহীনতার কারণে বাড়তে পারে করোনা!
- আরো পড়ুন: ভ্রমণের খাবার কেমন হবে
- আরো পড়ুন: সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রায় শীর্ষে বাংলাদেশিরা
মারা যাওয়ার এক বছর না যেতেই তার শিশু সন্তান তাওসিন এর ডান হাত চিকন হতে থাকা অনেক চেষ্টা ফিকির করে ও চিকিৎসা করেও সুফল পাচ্ছেনা তাই ছালমা সর্বশান্ত ও সর্বশেষ সম্বল স্বামীর রেখে যাওয়া স্বর্ণটুক বিক্রি করেন।
পরে বরিশাল শের -ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স চিকিৎসা করাতে বলে ।
- আরো পড়ুন: শারীরিক সম্পর্ক ছাড়াও ৬ কারণে হতে পারে এইডস
- আরো পড়ুন: ওষুধ ছাড়াই উচ্চ রক্তচাপ যেভাবে নিয়ন্ত্রণে রাখবেন
- আরো পড়ুন: দুধের সাথে যে খাবার খাবেন না
অথের্র অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেনা। বাবা হারোনা শিশু তাওসিনের মা বলেন, ছেলেকে বাচাঁতে দেশের বিত্তবানদের পাশাপাশী মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি। যাতে তার ছেলেকে উন্নত চিকিৎসা করিয়ে ভালো করতে পারি। এছাড়া সবার কাছে ছেলের জন্য দোয়া কামনা করেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।