রাস্তায় দাঁড় করিয়ে শিক্ষার্থীদের দিয়ে মন্ত্রীকে সংবর্ধনা!
রাস্তায় দাঁড় করিয়ে শিক্ষার্থীদের দিয়ে মন্ত্রীকে সংবর্ধনা!

রাস্তায় দাঁড় করিয়ে শিক্ষার্থীদের দিয়ে মন্ত্রীকে সংবর্ধনা!

রাস্তায় দাঁড় করিয়ে শিক্ষার্থীদের দিয়ে মন্ত্রীকে সংবর্ধনা! ।। এম. লোকমান হোসাঈন ॥ সরকারী নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের দিয়ে মন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপিকে সংবর্ধনার আয়োজন করা হয়! স্কুলের প্রধান শিক্ষক নিজেই জানেন না শিক্ষার্থীদের দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ।

স্কুল প্রধান জানেন না শাস্তিযোগ্য অপরাধ! মন্ত্রী যেখানে প্রধান অতিথি, শিক্ষা অফিসাররা সেখানে অসহায়!

জেলা ও উপজেলা শিক্ষা অফিসাররা বলছেন, যেখানে সরকারের মন্ত্রী অনুষ্ঠানের প্রধান অতিথি, সেখানে তারা অসহায়। গতকাল দুপুরে বরিশাল সদর উপজেলাধীন চরমোনাই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও চরমোনাই বিশ্বাসের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় এর দুইটি নতুন ভবন এর উদ্ভোধন করেছেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুক শামীম।

দুপুর দেড়টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে একই এলাকার চরমোনাই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের উর্ধমূখী সম্প্রসারণকৃত চারতলা ভিত একাডেমিক নতুন ভবনের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি।

আরো পড়ুন: সাধারন জ্ঞান: বৈশ্বিক ইতিহাস-গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

এসময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ স্কুলের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ৫ মিনিট ৩৮ সেকেন্ড এর ভিডিওতে দেখা যায়, চরমোনাই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথ থেকে শুরু করে স্কুলের ভিতর পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে আছেন। মন্ত্রী জাহিদ ফারুক শামীম রাস্তার দাঁড়িয়ে শিক্ষার্থীদের সাথে কথা আদান-প্রদান করছেন।

এসময়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা নানা শ্লোগান দেয়। কিছু শিক্ষার্থী ফুল ছিটিয়ে বরণ করে নেয় প্রতিমন্ত্রীকে। অপর আরেকটি ৪ মিনিট ১৬ সেকেন্ড এর ভিডিওতে দেখা যায়, মন্ত্রীর আগমন উপলক্ষে বিশ্বাসের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে মাঠের ভিতর দাঁড় করিয়ে নানা শোগ্লান দিচ্ছেন। স্কুলের শিক্ষকারা রাস্তা বা মাঠে না নেমে স্কুলের লাইব্রেরির সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন।

পরে স্কুলের নতুন ভবন এর উদ্বোধন করেন। অথচ, সরকারী নির্দেশানা হচ্ছে, জনপ্রতিনিধিদের সংবর্ধনার জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। এ বিষয়ে পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়েছে, এভাবে ছাত্র-ছাত্রীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন: পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা-আইনসভা-দিবস-বর্ষ

স্কুল উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সহ-সভাপতি এ্যাডঃআফজালুল করীম,বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম জাহিদ, চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নুরুল ইসলাম, চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মির্জা আনোয়ার হোসেন খান,সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মুন্সি, চন্দমোহন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম মতিউর রহমান,

রাস্তায় দাঁড় করিয়ে শিক্ষার্থীদের দিয়ে মন্ত্রীকে সংবর্ধনা!
রাস্তায় দাঁড় করিয়ে শিক্ষার্থীদের দিয়ে মন্ত্রীকে সংবর্ধনা!

বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি মোঃজসিম উদ্দিন, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সভাপতি রেজাউল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক মোঃমাহিদুর রহমান মাহাদ, বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক কে এম মেহেদী হাসান বাপ্পি, চরমোনাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিমেল, সহ সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: সাধারণ জ্ঞান: খেলাধুলা-পুরস্কার ও সম্মাননা

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরিশাল এর বাস্তবায়নে বরিশাল জেলার সদর উপজেলাধীন চরমোনাই ইউনিয়নে সাহেবের হাট থেকে তুলাতলা হাট সড়কের রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তি প্রস্তরের স্থাপন, চরমোনাই ইউনিয়নের পশুরীকাঠি চাঁদের হাট বাজার সংলগ্নে শেখ রাসেল স্মৃতি সংসদ ভবনের উদ্বোধন ও ভাতাভোগী সহ বেশ কিছু প্রকল্পর উদ্বাধন করেন- পানি সম্পদ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ বরিশাল জেলাসহ-সভাপতি জাহিদ ফারুক শামীম এমপি।

সময়ের বার্তার পক্ষ থেকে বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন এর কাছে উক্ত বিষয় জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান।

’ বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আক্তারুজ্জামান সময়ের বার্তাকে জানান, এবিষয় কেউ তাকে জানাননি এছাড়া মন্ত্রী যেখানে উপস্থিত সেখানে তার কিছু করার নাই বলে অপরাগতা প্রকাশ করেছেন। বরিশাল সদর উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানকে একাধিক বার ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বরিশাল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সল জামিল সময়ের বার্তাকে বলেন, মন্ত্রী আসার পূর্বে সামন্য কিছু শিক্ষার্থীরা সংবর্ধনা দিতে দাঁড়িয়ে ছিলেন। এর বেশি কিছু বলতে নারাজ তিনি।

আরো পড়ুন:বিখ্যাত সীমারেখা-ভৌগোলিক উপনাম, সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর

চরমোনাই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন সময়ের বার্তাকে বলেন, কোন উদ্ধর্তন কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে আসলে তাকে শিক্ষার্থীদের দিয়ে এভাবে সংবর্ধনা দিতে হয়। সরকারী কোন আর্দেশ এ আছে কি-না তার কোন সদত্তোর দিতে পারেননি স্কুলের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন।

রাস্তায় দাঁড় করিয়ে শিক্ষার্থীদের দিয়ে মন্ত্রীকে সংবর্ধনা!

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Check Also

ছাত্রলীগ’র ক্যাডার খ্যাত ওসি মুজাহিদুল বরিশালে!

ছাত্রলীগ’র ক্যাডার খ্যাত ওসি মুজাহিদুল বরিশালে!

ছাত্রলীগ’র ক্যাডার খ্যাত ওসি মুজাহিদুল বরিশালে! স্টাফ রিপোর্টার ॥ সদ্য বিদায়ী স্বৈরাচার সরকারের বিশেষ কোটায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *