প্রথম ওভারেই ধাক্কা। তারপর মাঝে কিছুটা রান বাড়িয়ে নিয়েছিল শ্রীলঙ্কা। তবে সবমিলিয়ে পাওয়ার প্লের ৬ ওভারে খুব একটা সুবিধা করতে পারেনি সফরকারি দল। শরিফুল ইসলামের পর উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪৫ রান তুলতে পেরেছে লঙ্কানরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারেই আঘাত হানেন শরিফুল ইসলাম।
টাইগার পেসারকে কভার ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন আভিষ্কা ফার্নান্ডো (২ বলে ৪)। ওয়ান ডাউনে নেমে চড়াও হয়ে খেলতে চেয়েছেন কামিন্দু মেন্ডিস।
১৪ বলে ১ চার আর ২ ছক্কায় ১৯ রান করা এই ব্যাটারকে ফেরান তাসকিন আহমেদ। মিডউইকেটে দারুণ ক্যাচ নেন সৌম্য সরকার। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা।