আরব সাগরে জাহাজ ডুবে ১২ জন পাকিস্তানি জেলে মারা গেছে। দেশটির সেনাবাহিনী বুধবার এ তথ্য জানিয়েছে।
মাছ ধরার জাহাজটি ৫ মার্চ ডুবে যায়। খবর পেয়ে উদ্ধারকারীদের হেলিকপ্টার, জাহাজ এবং স্পিডবোট দক্ষিণ সিন্ধু প্রদেশের জলসীমায় অভিযান চালায়।
সেনাবাহিনীর জনসংযোগ শাখা বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘১২ জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও দুই জেলে নিখোঁজ রয়েছে। তাদের সন্ধান চলছে।’
সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল, প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি হাজামরো ক্রিকের কাছে খোলা সাগরে উল্টে গিয়েছে। ওই সময় এতে ৪৫ জন ক্রু ছিল।