বখাটেদের জন্য মাদ্রাসায় যাওয়া বন্ধ মাদ্রাসাছাত্রীদের

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদ্রাসায় আসা যাওয়ার পথে মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করছে বখাটেরা। এতে বেশ কয়েকজন ছাত্রী মাদ্রাসায় যেতে নিরাপত্তার অভাববোধ করছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী কয়েকজন ছাত্রী ও মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখতি অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে একদল বখাটের উৎপাতের শিকার হচ্ছে। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে বখাটেরা তাদের দেখে নেওয়ারও হুমকি দিচ্ছে। ফলে ছাত্রীদের মাদ্রাসায় যাওয়া আসায় নিরাপত্তার অভাববোধ করছেন শিক্ষার্থীরা।

স্থানীয় নদমুলা গ্রামের ইব্রাহীম মুন্সীর দুই ছেলে সজিব মুন্সী, শফিকুল মুন্সী ও তাদের সহযোগীরা মিলে দীর্ঘদিন ধরে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও কটূক্তি করে আসছে। এতে শিক্ষার্থীরা নিয়মিত মাদ্রাসায় যেতে এখন ভয় পাচ্ছে।

মাদ্রাসা সুপার একেএম শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীদের উত্ত্যক্তের বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে বখাটেরা আরও বেপরোয়া হয়ে উঠছে। ছাত্রীরা নিরাপত্তার অভাব বোধ করছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখত অভিযোগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার ওসি মো. আবির মোহাম্মদ হোসেন বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ লিখিত দিলে হবে না। শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগ দিতে হবে। তাহলে আইনের আওতায় আনা যাবে বলে তিনি জানান।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই।

Check Also

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন!

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন!

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন! ।। এম. লোকমান হোসাঈন ॥ জাল-কাগজপত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *