বিশ্বকাপ ফাইনালে ‘পিচ পরিবর্তন: মোহাম্মদ কাইফ

গত বছরের নভেম্বরে ক্রিকেট বিশ্বকাপ হয় ভারতে। বিশ্বকাপের আয়োজকরা অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেও শিরোপার দুয়ারে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায়।

বিশ্বকাপের চার মাস পর ‘দ্য লালনটপ’ নামে ভারতের এক পডকাস্টে ফাইনাল ম্যাচের ধারাভাষ্যকারের অনুভূতি এবং ম্যাচ হারের কারণ জানতে চাওয়া হলে মোহাম্মদ কাইফ বলেন, ‘আমার জন্য আবেগের ছিল। কারণ ২০০৩ বিশ্বকাপ অস্ট্রেলিয়ার কাছেই আমরা হেরেছিলাম। ওখানে আমি তিন দিন ছিলাম। একদিন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় সন্ধ্যায় এসে পিচ পর্যবেক্ষণ করে চলে যায়। এভাবে তিন দিন লাগাতার একই ঘটনা ঘটে। সে সময় আমি পিচের রং বদলে যেতে দেখেছি।’

ভারতীয় সাবেক এই তারকা ব্যাটসম্যান আরও বলেন, ‘অস্ট্রেলিয়া দলে প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের মতো গতির বোলার ছিল। আমাদের কাছে… তাই একটু ধীরগতির পিচ করা হয়েছিল। আর এখানে সব থেকে বড় ভুল হয়েছে। আমি শতভাগ নিশ্চিত।’

ভারতের হয়ে ১৩৮ ম্যাচ খেলা কাইফ আরও বলেছেন, ‘বাইরের অনেকে বলে কিউরেটররা পিচ তৈরি করেন। কোনো হস্তক্ষেপ করা হয় না; কিন্তু সেটা মিথ্যা এবং ভিত্তিহীন।’

Check Also

পাকিস্তানের নতুন কোচ গ্যারি কারস্টেন-গিলেস্পি!

পাকিস্তানের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান গ্যারি কারস্টেন ও অস্ট্রেলিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *