কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকদের একাংশের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেলে এ আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা।
ফলে আজ বুধবারও খানিকটা ব্যাহত হচ্ছে এখানকার চিকিৎসাসেবা। এর আগে মঙ্গলবার দুপুর ১টা থেকে ধর্মঘট ডাকেন ইন্টার্ন চিকিৎসকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশন এবং বঙ্গবন্ধু ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের পৃথক দুটি কমিটি মঙ্গলবার অনুমোদন দেওয়া হয়েছে। দুটি কমিটিতে পদবঞ্চিত ও কাঙ্ক্ষিত পদ না পাওয়া চিকিৎসকরা মঙ্গলবার বেলা ১টা থেকে চিকিৎসাসেবা বন্ধ করে দেন।