ঝোঁপের ভিতর থেকে নবজাতক উদ্ধার করে হাসপাতালে ভর্তি

রাস্তার পাশের ঝোঁপ থেকে নবজাতককে উদ্ধার করেছে পথচারীরা। খবর পেয়ে পথচারীদের কাছ থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

বাটাজোর এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, রাত সাড়ে আটটার দিকে শয়ন সরদার নামের এলাকার এক ছোট ভাই বাসায় ফিরছিলো। পথিমধ্যে বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছলে রাস্তার পাশে ঝোপের মধ্যে থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে আমাকে ফোন দেয়। পরে ঝোপের মধ্যে গিয়ে কাঁথায় মোড়ানো ফুটফুটে কন্যা শিশু দেখতে পাই। এরপর শিশুটিকে বাটাজোর বন্দরে নিয়ে এসে পুলিশে খবর দেই।

গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম বলেন, নবজাতক শিশুটিকে কে বা কাহারা ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাঃ তৌকির আহমেদ বলেন, রক্তমাখা অবস্থায় নবজাতককে পাওয়া যায়। তার শারিরিক অবস্থা একটু খারাপই ছিলো। হাসপাতালে নিয়ে আসার পর নবজাতককে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে নবজাতককে আগৈলঝাড়া বেবিহোমে হস্তান্তর করা হবে।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *