বরিশালে বৈশাখী মেলামুখি জনসাধারণের মোটরসাইকেল অস্থায়ী স্ট্যান্ডে আটকে চাঁদা আদায়ে বাধা দেওয়ায় সেতু নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে কিশোর সন্ত্রাসীরা।
সোমবার (১৫ এপ্রিল) রাতে নগরীর কালিবাড়ি রোডের ব্রজমোহন (বিএম) স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য শাকিল, তুষার ও শাহরিয়ার আলম সাদকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে দুটি রামদা উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় সেতুকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সোমবার রাতে মামলা দায়ের করেছেন আহত সেতুর মামা নঈম হোসেন মনু।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ বারী।
এর আগে সোমবার সন্ধ্যায় ব্রজমোহন (বিএম) স্কুল মাঠে চলমান মেলাগামী ব্যক্তিদের মোটর সাইকেল আটকে ২০ টাকা করে চাঁদা আদায় করছিলো কিশোরী গ্যাংয়ের সদস্যরা। চাঁদা আদায়ের প্রতিবাদ করায় সেতুকে কুপিয়ে জখম স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য শাকিল, তুষার, এনাম, সম্রাটসহ ‘তুষার-শাকিল গ্রুপের’ ৮ থেকে ১০ জন।
মামলার বাদী মনু বলেন, বরাবরের মতো এবারও ব্রজমোহন (বিএম) স্কুল মাঠে বৈশাখী মেলার আয়োজন হয়। সেখানে তুষার-শাকিল গ্রুপ সাইকেল স্ট্যান্ডের নামে চাঁদাবাজি করছিলো। চাঁদা উত্তোলনে বাধা দেওয়ায় সেতুকে কুপিয়ে জখম করা হয়। ঘটনার সময় পুলিশ কাছাকাছি থাকায় ঘটনাস্থল থেকেই দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত সেতুর উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমানউল্লাহ বারী বলেন, সোমবার ঘটনাস্থল থেকেই শাকিল ও তুষারকে দুটি রামদা সহ আটক করা হয়েছে। এরপর মঙ্গলবার বিকেলে আরেক আসামি শাহরিয়ার আলম সাদকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।