রাজবাড়ী সদর উপজেলার চন্দনীতে পুকুর থেকে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সিদ্দিক মিয়া (২৪) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে মঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্দিক সদর উপজেলার চন্দনী ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে এবং জেলার পাংশা সরকারি কলেজের ডিগ্রিতে পড়াশোনা করেন।
সিদ্দিকের ভাগিনা আরিফ শেখ জানান, বুধবার দুপুরে মাছ ধরার জন্য বাড়ির অদূরে থাকা মঠপাড়া এলাকার একটি পুকুরের পানি নিষ্কাশনের কাজ শুরু করে তারা ৭-৮ জন মিলে। ওই পানি নিষ্কাশনের কাজে ব্যবহার করা হচ্ছিল বিদ্যুৎচালিত মটর। মটন চলাকালিন সেখানে যায় কলেজছাত্র সিদ্দিক। সে সময় হঠাৎ করেই সে চিৎকার দেয়।
উপস্থিত অন্যরা দ্রুততার সঙ্গে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিজ গ্রামে জানাজা শেষে রাত সাড়ে ৭টার দিকে মরদেহ দাফন করা হয়েছে।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।