চরফ্যাশনে হিট স্ট্রোকে এক যুবক নিহত

ভোলার চরফ্যাশন উপজেলার আবুবক্করপুর গ্রামের ১নং ওয়ার্ডের মোটরসাইকেল ড্রাইভার মিরাজ (২৭) নামে এক যুবক হিট স্ট্রোকে মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।

মৃতের বাবা রফিকুল ইসলাম বলেন, বুধবার বেলা ১১টায় প্রচণ্ড রৌদ্রের তাপে সে হঠাৎ ঘুরে পড়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। সে ৩ সন্তানের জনক। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালাত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভন কুমার বসাক বলেন, মিরাজের কোনো রোগ ছিল না। মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হিট স্ট্রোক বিষয়টি ময়নাতদন্ত ছাড়া আমরা বলতে পারি না।

চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, হিট স্ট্রোকে মৃতের খবরটি আমার জানা নেই।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *