উজিরপুরে সীমানা প্রাচীর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের সোনার বাংলায় সাকুরা পরিবহন প্রাঃ লিঃ এর চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে আদালতে নিষেধাজ্ঞ অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে আমেরিকান প্রবাসী ও ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,৮৬ নং শিকারপুর মৌজার ২৩৩-২৩৫ নং খতিয়ানের ১৮৯,১৯০,১৯১,১৯২ নং দাগের ১ একর ৫ শতাংশ ভূমি নিয়ে বিরোধের জোরে উজিরপুর পৌর সদরের ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মোস্তফা ও তার জামাতা আমেরিকান প্রবাসী মোঃ মাহবুব আলম বরিশালের উজিরপুর সহকারী জজ আদালতের একটি মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতে গত ২৭ মার্চ আদালত স্থিতিস্থাপকের আদেশ প্রদান করেন।

এ নোটিসাকুরা পরিবহন পরিবহন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান, হুমায়ুন কবির না রেখে, তড়িঘড়ি করে দখলের চেষ্টা চালায়। এ বিষয়ে হাজী গোলাম মোস্তফা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, সাকুরা পরিবহন প্রাইভেট লিমিটেড চেয়ারম্যান সাহেব, অবৈধভাবে আমার ক্রয় কৃত রেকর্ডীয় সম্পত্তি ক্ষমতার অপব্যবহার করে, দখলের চেষ্টা চালাচ্ছে, এ জমিতে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিভাবে যে কাজ শুরু করেছে তা আমার চিন্তার বিষয়।

এ বিষয়ে সাকুরা পরিবহন প্রাইভেট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানের কাছে আদালত নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীন নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কে জানান, আমি অন্যের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করেননি,আমি ২৩ জন ওয়ারিশের কাছ থেকে সম্পত্তি ক্রয় করে সে জমিতে আমি সীমানা প্রাচীন নির্মাণ করছি, আদালতে নিষেধআজ্ঞ প্রসঙ্গে তিনি জানান, এ জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা আছে কিনা আমার জানা নেই, তবে আদালতের আদেশ আমার হাতে পেলে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে , আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ জাফর আহমেদ জানান,ব্যবসায়ী হাজী গোলাম মোস্তফা স্থিতিবস্থা সইমোহরে কপি সহ কিছু কাগজপত্র সরবরাহ করেছেন, এবং আমি পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে রেখেছি।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *