এপিপি নাসির উদ্দীন ভুইঁয়ার খোঁজ নিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী; বরিশাল-৫ (সদর) আসনের মাননীয় সাংসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল জেলা শাখার সহ সভাপতি; প্রাণপ্রিয় অভিভাবক জনাব কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বরিশাল মহানগর ছাত্রলীগ শাখা’র অন্যতম জনপ্রিয় ছাত্রনেতা রেজানুর রহমান নিয়ন এর পিতা, বরিশাল বার কাউন্সিল এর সাবেক সহ-সভাপতি, এ.পি.পি. এ্যাড. নাসির উদ্দীন ভুইঁয়া’র শারীরিক অসুস্থতার খবর শুনে তাকে দেখতে যান এবং চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।

সে সময়ে উপস্থিত ছিলেন বরিশাল- ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শাহে আলম তালুকদার, বরিশাল- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব পঙ্কজ দেবনাথ, বরিশাল সদর উপজেলা পরিষদ এর সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব এ্যাড. মাহবুবুর রহমান মধু, শের-ই বাংলা মেডিকেলের পরিচালক সহ আরো অনেকে।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *