চীনে রেসটুরেন্টে ভয়াবহ বিস্ফোরণে আহত ২৬, নিহত ২

চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশের একটি রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৮টার দিকে রাজধানী বেইজিংয়ের কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সানহে কাউন্টির ইয়ানজিয়াও শহরের একটি ফ্রাইড চিকেন রেস্তোরাঁয় এ বিস্ফোরণটি ঘটে।

শহরের জরুরি কর্মকর্তারা একটি বিবৃতিতে বলেছেন, ফায়ার ডিপার্টমেন্টের ৩৬টি গাড়ি এবং ১৫৪ জন কর্মীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণটি ঘটেছে বলে প্রাধমিক ধারণা করা হচ্ছে। নিরাপত্তার জন্য আশেপাশের বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে।

বিস্ফোরণস্থলের ভিডিও ফুটেজে আগুনের শিখা এবং ব্যাপক ধোঁয়া দেখা গেছে। এছাড়া আশপাশের রাস্তাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

সম্প্রতি চীনে এ ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে গেছে। তবে আজ বুধবারের এই বিস্ফোরণের আসল কারণ সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু বলতে পারেনি স্থানীয় প্রশাসন।

Check Also

রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

ফিলিস্তিনের রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে ওই পরিবারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *