স্টাফ রিপোর্টার ॥ তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাহসী সাংবাদিক এম. লোকমান হোসাঈন। গতকাল (রোববার) বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি লাভ করেন।
প্রসঙ্গত, বরিশালের সাহসী সাংবাদিক এম. লোকমান হোসাঈন গত ৩০ জানুয়ারী তথ্যপ্রযুক্তি আইনের মামলায় জামিন চেয়ে আবেদন করলে বরিশাল সাইবার ট্রেইব্যুনাল আদালতের বিচারক তা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। মিথ্যা মামলায় তার কারাবাসের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
- আরো পড়ুন: তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক লোকমান হোসাঈনকে কারাগারে পাঠানোয় মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির নিন্দা
- আরো পড়ুন: সাংবাদিক এম. লোকমান হোসাঈনের মুক্তির দাবীতে মানববন্ধন
- আরো পড়ুন: প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম লোকমান হোসাঈনকে ফুলেল শুভেচ্ছা
উল্লেখ্য, বরিশালে এম. লোকমান হোসাঈন একজন সৎ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিক হিসেবে সুপরিচিত। তিনি বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সময়ের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।
কারামুক্ত হয়ে তিনি মুক্তির দাবীতে স্বোচ্ছার হওয়া বরিশাল প্রেসক্লাব, এয়ারপোর্ট থানা প্রেসক্লাবসহ বিভিন্ন জেলা ও উপজেলার সকল সাংবাদিক সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।