‘দঙ্গল’ সিনেমার সুহানি আর নেই

বলিউড অভিনেতা আমির খানের ‘দঙ্গল’ সিনেমা মাধ্যমে ফাতিমা সানা শেখ, সান্য মালহোত্র ও সুহানি ভটনাগর ব্যাপক পরিচিত পেয়েছিলেন। এ তিন তরুণীকে আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

এদের মধ্যে আমিরের পর্দার মেয়ে সুহানি মাত্র ১৯ বছর বয়সে মারা গেছে । এ সিনেমায় তাকে দেখা গিয়েছিল কিশোরী ‘ববিতা ফোগত’র চরিত্রে অভিনয় করতে।
জানা গেছে, সম্প্রতি পা ভাঙে এ অভিনেত্রীর। দিল্লি এএমস-এ ভর্তি করা হয় তাকে। চিকিৎসাও চলছিল। সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খেয়েছিলেন সুহানি।সেখান থেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার শুরু হয়, শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। সে থেকেই মৃত্যু হয়েছে এ তরুণী অভিনেত্রীর বলে জানা যায়। ফরিদাবাদের মেয়ে সুহানি। আজ (১৭ ফেব্রুয়ারি) সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

Check Also

জুয়া কান্ডে গ্রেফতার বলিউড তারকা!

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *