নিখোঁজের দুই দিন পর জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ

বরিশালের কীর্তনখোলা নদীতে রোজগারের জাল বাঁচাতে গিয়ে লঞ্চের পাখায় আটকে নিখোঁজের দুই দিন পর জেলে জেলে আবেদ আলীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল নৌবন্দর সংলগ্ন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।

তিনি বলেন, সোমবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে লঞ্চের প্রপেলারে জাল আটকে যায় জেলে আবেদের। সেই জাল ছাড়াতে গিয়ে কাটা পড়ে এক জেলে নিখোঁজ হয়েছিলো সে। আজকে তার লাশ ভেসে উঠে। এর আগে নিখোঁজ জেলের একটি কাটা পা উদ্ধার করা হয়েছিলো।

নিখোঁজ জেলে আবেদ নগরীর রসুলপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সোহরাব সর্দারের ছেলে। সে বেঁদে সম্প্রদায়ের জেলে।

জেলে আবেদের স্ত্রী রুমা জানান, স্বামী, সে ও ভাগিনা ইয়াসিনকে নিয়ে কীর্তনখোলা নদীর নৌ-বন্দর এলাকায় জাল ফেলেন। রাতের টানে জাল গিয়ে নৌ-বন্দরে থাকা বরিশাল-ঢাকা রুটের এমভি পারাবাত-১১ লঞ্চের ইঞ্জিনের পাখায় আটকে যায়। তখন পাখা থেকে জাল ছাড়াতে যায় স্বামী আবেদ। জাল ছাড়ানোর সময় ইঞ্জিন চালু করে দেয়। এরপর সে নিখোঁজ হন।

Check Also

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন!

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন!

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন! ।। এম. লোকমান হোসাঈন ॥ জাল-কাগজপত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *