নুডলসের প্যাকেটে করে হীরা পাচার

মুম্বাই থেকে ব্যাংকক যাওয়ার পথে এক ভারতীয় পর্যটকের স্যুটকেসের ভেতরে রাখা নুডলসের প্যাকেট থেকে উদ্ধার করা হয় বিপুল অঙ্কের সোনা ও হীরা। ভারতের মুম্বাই বিমানবন্দরে সোমবার রাতে ৬ কোটি ৪৬ লাখ রুপি মূল্যের হীরা ও স্বর্ণ উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।

মুম্বাইয়ের শুল্ক দপ্তরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে একটি যাত্রীর ব্যাগ থেকে ৪ কোটি ৪৪ লাখ রুপি মূল্যের ৬ দশমিক ৮ কেজি সোনা ও ২ কোটি ২০ লাখ রুপির হীরা উদ্ধার হয়েছে। এ সময় ওই যাত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর কর্মকর্তারা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওই পর্যটকের ট্রলি ব্যাগের ভেতরে নুডলসের প্যাকেটে এই সোনা ও হীরাগুলো লুকানো ছিল। ৬ কোটি ৪৬ লাখ রুপি মূল্যের হীরা ও স্বর্ণগুলো পাচার করা হচ্ছিল বলে ধারণা করছে বিমানবন্দরের কর্মকর্তারা। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

এদিকে শ্রীলংকার কলম্বো থেকে মুম্বাইগামী এক বিদেশি নাগরিকের অন্তর্বাস থেকে ৩২১ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করে হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ ছাড়া ১৫-১৮ এপ্রিল পর্যন্ত দুবাই, আবুধাবি, বাহরাইন, দোহা, রিয়াদ, মাসকাট, ব্যাংকক ও সিঙ্গাপুর থেকে আসা ১০ ভারতীয় নাগরিকের কাছ থেকে ৬ কেজি ১৯৯ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৪০ লাখ রুপি। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Check Also

রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

ফিলিস্তিনের রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে ওই পরিবারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *