পোপের ওপর কেন ক্ষেপে গেল ইউক্রেন?

পোপ ফ্রান্সিসের ওপর ক্ষেপেছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানে ইউক্রেনকে সাদা পতাকা উত্তোলন করতে বলায় কিয়েভ এই ক্ষোভ প্রকাশ করেছে।

শনিবার পোপ বলেছিলেন, ইউক্রেনের ‘সাদা পতাকা উত্তোলনের সাহস’ থাকা উচিত এবং রাশিয়ার সাথে যুদ্ধের অবসানের জন্য আলোচনা করা উচিত।

এর প্রতিক্রিয়া রোববার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ‘আমাদের পতাকা হল হলুদ ও নীল। এটি সেই পতাকা যার মাধ্যমে আমরা বেঁচে থাকি, মরে যাই এবং বিজয়ী হই। আমরা কখনই অন্য কোনো পতাকা উত্তোলন করব না।

পোপের মন্তব্যে ইউরোপের রাজনীতিবিদ ও ভাষ্যকাররাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, পোপ রুশ আগ্রাসনের অপরাধের বিষয়ে নীরব ছিলেন এবং শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব ইউক্রেনের উপর চাপিয়েছেন।

লাটভিয়ার প্রেসিডেন্ট এডগারস রিঙ্কেভিচস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ লিখেছেন, ‘কাউকে অবশ্যই (মন্দের) কাছে আত্মসমর্পণ করতে হবে না, তাকে অবশ্যই এর বিরুদ্ধে লড়াই করতে হবে এবং একে পরাজিত করতে হবে, যাতে মন্দ সাদা পতাকা তুলে ধরে এবং আত্মসমর্পণ করে।’

Check Also

রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

ফিলিস্তিনের রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে ওই পরিবারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *