প্রকাশ পাচ্ছে জামিলের নতুন গান ‘আনমনে’

‘মীরাক্কেল’ খ্যাত অভিনেতা জামিল হোসেন ভালো গানও গাইতে পারেন। যেটা আগেও ‘মীরাক্কেল’র মঞ্চ থেকেই তার কণ্ঠে বিভিন্ন ধরনের গান শোনা গেছে। ‘আঁই হেতিরে ভালোবাসি’ শিরোনামে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি গান করেছিলেন তিনি। এবার নতুন আরেকটি মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন জামিল।

গানের শিরোনাম ‘আনমনে’। এর কথা ও সুর করেছেন জামিল নিজেই। সংগীতে আকাশ মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন জাকিউল ইসলাম রিপন। গানে জামিলের সঙ্গে মডেল হয়েছেন মুনমুন আহমেদ মুন।

জামিল বলেন, বেশ রোমান্টিক একটি গান। শুটিং স্পটে আনমনেই গানটি লিখেছিলাম। তখনই সুর করি। উপস্থিত যারা শুনেছেন সবাই বলেছেন প্রকাশ পেলে গানটি হিট হবে। আমি মূলত অভিনয়ের মানুষ, তবে গানটাও শখের মধ্যে পড়ে। অনেকে আমাকে দেখলেই গাওয়ার আবদার করেন। ভাবলাম, সারা দেশের মানুষ আমার গান শুনুক। এখন থেকে গানে নিয়মিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

জামিল জানান, আগামী ২৯ ফেব্রুয়ারি আমার নিজস্ব জামিল’স জু ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গান।

Check Also

জুয়া কান্ডে গ্রেফতার বলিউড তারকা!

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *