বিপিএলের ডামাডোল কাটতে না কাটতেই শুরু হলো জাতীয় দলের ব্যস্ততা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি বাংলাদেশ আর শ্রীলঙ্কা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ শ্রীলঙ্কা ব্যাটিং করবে।
এই ফরম্যাটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শ্রীলঙ্কা। ১৩ ম্যাচে লঙ্কানদের জয় ৯টিতে, বাংলাদেশের ৪টি। তবে সবশেষ চার ম্যাচে দুই দলই সমানে সমান, জিতেছে দুটি করে ম্যাচ।