প্লে-অফের তিন দলের সমীকরণ নিশ্চিত, বাকি দলের কী হবে?

চলতি বিপিএলে প্লে-অফের তিন দল নিশ্চিত হয়ে গেলো। রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে শেষ চারে নাম লেখালো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। আজ (মঙ্গলবার) খুলনা টাইগার্সকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে শুভাগতহোমের দল।

এই জয়ে গ্রুপপর্বে ১২ ম্যাচ শেষে ৭ জয়ে ১৪ পয়েন্ট হলো চট্টগ্রামের। এখন তারা আছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। ফরচুন বরিশাল নিজেদের শেষ ম্যাচে আগামীকাল (বুধবার) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জিতলে তিনে চলে আসবে, তবে চট্টগ্রামের চারের মধ্যে থাকা নিশ্চিত।

তিন দল তো নিশ্চিত হয়ে গেলো। বাকি এক দল হবে কারা? বেশি সম্ভাবনা ফরচুন বরিশালের। কেননা ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১২। শেষ ম্যাচে কুমিল্লার কাছে হারলেও ১২ পয়েন্টই থাকবে।

অন্যদিকে কাগজে-কলমে আশা বেঁচে থাকা খুলনা টাইগার্সের ১১ ম্যাচে ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট। তাদের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেছে। নিজেদের শেষ ম্যাচে জিতলেও ফরচুন বরিশালের হার কামনা করতে হবে। তার মধ্যে আবার রানরেটে অনেকটাই পিছিয়ে খুলনা।

বরিশালের রানরেট ০.৪৩৪, খুলনার -০.৪০০। ফলে বরিশাল নিজেদের শেষ ম্যাচে হেরে গেলে এবং খুলনা তাদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জিতে গেলেও রানরেটের কারণে বাদ পড়া প্রায় নিশ্চিত খুলনার।

ফলে এটুক বলে দেওয়াই যায়- রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পর চতুর্থ দল হিসেবে প্লে-অফে নাম লেখাচ্ছে ফরচুন বরিশাল। খুলনার যা সুযোগ আছে, সেটা অনেকটাই অসাধ্য পর্যায়ের।

এদিকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে সিলেট স্ট্রাইকার্স আর দুর্দান্ত ঢাকার। সিলেট ১১ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে। ঢাকা তো তাদের ১২ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটি। ২ পয়েন্ট নিয়ে তারা সবার শেষে।

Check Also

পাকিস্তানের নতুন কোচ গ্যারি কারস্টেন-গিলেস্পি!

পাকিস্তানের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান গ্যারি কারস্টেন ও অস্ট্রেলিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *