দেশের চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে সামসুল আলম ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী কামাল মো. কিবরিয়া লিপু পেয়েছেন ২০৪ ভোট।সামসুল আলমের প্যানেলের একজন বাদে সবাই জয় লাভ করেছেন। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মোজাহারুল ইসলাম ওবায়েদ (২৫৬), আশিকুর রহমান নাদিম (২৫৯), এম. এ. কামাল (২৭৪), মো. ইকবাল হোসেন জয় (২৮৩), অপূর্ব রায় (২৭৮), দেলোয়ার জাহান ঝন্টু (৩১৫), মো. আব্দুল্লাহ জেয়াদ (২৪৩), আলেকজান্ডার বো (২৬৫), রিয়ানা রহমান পলি (২৪৬) ও শবনম পারভীন (২৫৭)।এর আগে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিএফডিসিতে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরতিহীনভাবে এ সংগঠনের নির্বাচনের ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছিল। তারা হলেন সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয় ও কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু-আতিকুর রহমান নাদিম।তবে ফিল্ম ক্লাবের সদস্যদের ভোটে সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয়ের পুরো প্যানেল জয়লাভ করেছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন খোরশেদ আলম খসরু।
Check Also
জুয়া কান্ডে গ্রেফতার বলিউড তারকা!
জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। …