বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম লোকমান

বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম লোকমান

স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের ২০২২ এর নির্বাহী কমিটি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মুরাদ-মিরাজ পরিষদে দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের সময়ের বার্তা‘র প্রকাশক-সম্পাদক এম লোকমান হোসাঈন বিপুল ভোটে বিজয়ী হন। এম লোকমান হোসাঈন দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাকে সময়ের বার্তা পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।

গত শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাবের ৭৯ জন সদস্যের মধ্যে ৭৫ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ৩টি ভোট বাতিল বলে গণ্য করা হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জনসহ ১৭টি পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচনে সভাপতি পদে মানবেন্দ্র বটব্যাল ও কাজী নাসির উদ্দিন বাবুল এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট টিভি’র মুরাদ আহমদ প্রতিদ্বন্দ্বীতা করছেন। বর্তমান সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ ও সাবেক জাকির হোসেন একই পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। দু’টি সহ-সভাপতি পদে ৫ জন ছাড়াও অপর ১৩টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এ নির্বাচনে কাজী বাবুল, মানবেন্দ্র বটব্যাল ও মুরাদ আহম্মেদ ৭২টি ভোটের মধ্যে উভয় ২৪ ভোট পেয়ে ড্র হয়েছে। এছাড়া বিজয়ী প্রার্থীরা হচ্ছেন, সহ-সভাপতি কাজী আল মামুন ৪৯, পূলক চ্যাটার্জি ৩০, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ৩৭, সহ সাধারণ সম্পাদক এম জহির ৪০, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর ৪০, পাঠাগার সম্পাদক খান রুবেল ৪১,

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কেএম নয়ন ৪৯, ক্রীড়া আরিফিন তুষার ৪৮, দপ্তর সম্পাদক এম. লোকমান হোসাঈন ৪০, সদস্য এম. মোফাজ্জেল ৫৩, সুমন চৌধুরী ৫০, এসএম ইকবাল ৪৮, মিজানুর রহমান ৪৫, তপংকর চক্রবর্তী ৪৩, কমল সেন গুপ্ত ৩৮ ও আব্দুর রাজ্জাক ভূইয়া ৩৭ ভোট পেয়ে বিজয়ী লাভ করেন।

সভাপতি পদে ৩ প্রতিদ্বন্দ্বীর সমসংখ্যক ভোট পাওয়ার বিষয়ে প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরন বলেন, প্রেসক্লাবের গঠনতন্ত্রে সভাপতি পদে দুইজন প্রার্থী সমসংখ্যক ভোট পেলে টর্চের মাধ্যমে চূড়ান্ত ভাগ্য নির্ধানের বিধান রয়েছে। প্রতিদ্বন্দ্বী ৩ জন হলে পরবর্তী ৭ দিনের মধ্যে ফের ওই পদে ভোট গ্রহণের বিষয়টি গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে। নিয়মানুযায়ী পরবর্তী ৭ দিনের মধ্যে সভাপতি পদে পুনরায় ভোট গ্রহণ করা হবে বলে তিনি জানান।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Check Also

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন!

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন!

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন! ।। এম. লোকমান হোসাঈন ॥ জাল-কাগজপত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *