আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার ওহিদুজ্জামান মুন্সী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাহমুদুল হক খান মামুন আনারস, এস এম জাকির হোসেন মোটরসাইকেল, মোঃ আব্দুল মালেক কাপ-পিরিচ, মোঃ মনিরুল ইসলাম ছবি দোয়াত-কলম ও মোঃ মাহবুবুর রহমান মধু ঘোড়া প্রতীক পেয়েছেন।
উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে মোঃ জসিম উদ্দিন তালা, মোঃ মাহিদুর রহমান মাহাদ বই, মোঃ হাদিস মীর টিউবওয়েল ও শহীদ মোহাম্মদ শাহনেওয়াজ উড়োজাহাজ প্রতীক পেয়েছেন। অপরদিকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নেহার বেগম হাঁস, মারিয়া আক্তার ফুটবল ও মোসাম্মৎ হালিমা বেগম হ্যাপী কলস প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দের আগে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নির্বাচনি আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার ওহিদুজ্জামান মুন্সির সভাপতিত্বে সভায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।