বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করায় বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিককে সংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে গত ১৮ মার্চ তারিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিলো।
জানা গেছে, ছাত্রদল নেতা তারিক ফেসবুকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক মোনায়েম মুন্নাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে পোস্ট করেন। এ ঘটনায় তাকে বহিষ্কার করা হয়।
অভিযোগের বিষয়ে তরিকুল ইসলাম তারিক জানান, তাকে অন্যায়ভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার ষড়যন্ত্রের শিকার। তার সঙ্গে জড়িত বরিশালে কয়েকজন লোভী নেতা ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়েছেন।