ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ করেই অজ্ঞাত আতঙ্কে মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। জ্ঞান হারিয়ে ফেলে অনেকে।
মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত ৩৫ জনকে জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ছুটে যান উপজেলা চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনিরুল ইসলাম।
সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান বলেন, ভয়ের কিছু নেই। আতঙ্ক থেকে অসুস্থ হয়ে পড়েছে। আতঙ্ক কেটে গেলে সুস্থ হয়ে উঠবে।
৮ম শ্রেণির ছাত্র জিহাদ জানায়, তার হাতে কলম নিচে পড়ে গেলে তা তুলতে গিয়ে রগে টান পড়ে। এতে হঠাৎ তার মাথা ঘুরে পড়ে যায়। এরপর অনেকেই অসুস্থ হয়।
প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, এমনটা দেখে আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করে অন্য ছাত্ররা। একপর্যায়ে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পর তাদের নরমাল স্যালাইন দেওয়া হয়েছে।