মুখ ফিরিয়ে নিলেন মৌসুমী

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সংগঠনটির নির্বাচনে গত কয়েক বছর ধরেই অংশ নিয়ে আসছেন ‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমী। সর্বশেষ গত নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে বিপুল ভোটে জয়লাভ করেন।

আগামী ১৯ এপ্রিল ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে খবর চাউর হয় নিপুণের প্যানেলে সভাপতি হচ্ছেন মৌসুমী। এমন খবরে বিরক্ত মৌসুমীর স্বামী ওমর সানী।

নির্বাচনে অংশ নেয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে ওমর সানী বলেন, শুনেছি এবার শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এবার যারা প্যানেল সাজাবেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই, দয়া করে তারা কেউ আমাকে নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে অনুরোধ করবেন না। কারণ ভালো সিনেমা দিয়ে জীবনে মানুষের যতটুকু ভালোবাসা আমরা পেয়েছি এ নির্বাচন করে সেই ভালোবাসা হারাতে চাই না।

মৌসুমীর নির্বাচনের বিষয়ে তিনি বলেন, কানাঘুষা শুনেছি, মৌসুমী এবার নির্বাচনে দাঁড়াবে। এ কথার কোনো ভিত্তি নেই। কারণ আমাদের মেয়ে ফাইজার লেখাপড়ার জন্য এ বছর মৌসুমীকে আমেরিকায় থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো, নির্বাচনে দাঁড়ানোর মতো ইচ্ছা আমার ফ্যামিলির কারো নেই। এ ধরনের অনুরোধ আমাকে কেউ করবেন না।

Check Also

জুয়া কান্ডে গ্রেফতার বলিউড তারকা!

জুয়া কাণ্ডে গ্রেফতার বলিউড তারকা সাহিল খান। ভারতের ছত্তিশগড় থেকে আটক করা হয় এ তারকাকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *