ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন সিনিয়র নেতা বলেছেন, তার সংগঠন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তি করতে চায় ঠিকই; কিন্তু তাই বলে মার্কিন চাপের কাছে নতিস্বীকার করবে না হামাস।
সামি আবু জুহরি নামের এই নেতা রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তার সংগঠন ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে পাঠানো একটি প্রস্তাব হাতে পেয়েছে এবং সেটি পর্যালোচনা করে দেখছে।
তিনি বলেন, দখলদারদের কাছ থেকে পাওয়া প্রস্তাব আমরা পর্যালোচনা করে দেখছি, তবে এ ব্যাপারে আমাদের জবাব দিতে দেরি হবে।
হামাস নেতা জুহরি বলেন, গাজা উপত্যকার ওপর ইসরাইলি দখলদারদের আগ্রাসন বন্ধ না হয় এমন কোনো চুক্তি প্রতিরোধ আন্দোলন মেনে নেবে না।
তিনি আরও বলেন, আমরা মিসর ও কাতারকে জানিয়ে দিয়েছি, আমরা চুক্তিতে পৌঁছাতে চাই; কিন্তু এক্ষেত্রে মার্কিন চাপের বিন্দুমাত্র মূল্য আমাদের কাছে নেই।
এর একদিন আগে হামাসের উপপ্রধান খলিল আল-হাইয়্যা জানিয়েছিলেন, তারা মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধ ও পণবন্দিদের মুক্তির বিষয়ে ইসরাইলের একটি প্রস্তাব হাতে পেয়েছেন।