সন্তানের মুখ না দেখেই চলে গেলেন যুবক!

ভোলার চরফ্যাশনে পুত্রসন্তান জন্মের খবর শুনে মিষ্টি নিয়ে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. জিয়াউদ্দিন রনি (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ওমরপর ইউনিয়নের চৌমুহনী (মৌলবি) বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে মো. তকি (১৫) নামের এক কিশোর। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত যুবক রনি ওই ইউনিয়নের কাদের মিয়ার ছেলে।

নিহত রনির স্বজনরা জানান, বিকালে রনির ঘর আলো করে একটি পুত্রসন্তান জন্ম গ্রহণ করেন। পুত্রসন্তান জন্মে নেওয়ার খবরে খুশিতে আত্মহারা ছিলেন রনি।

শুক্রবার ইফতারের আগে চরফ্যাশন বাজার থেকে খালাতো ভাই মো. তকিকে সঙ্গে করে মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে ওমরপর ইউনিয়নের চৌমুহনী (মৌলবি) বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক যুবক রনিকে মৃত বলে জানান।

চরফ্যাশন থানার ওসি মো শাখাওয়াত হোসেন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছে পায়রা বন্দর!সহযোগিতা করছেন, ডিপো-ঠিকদার আলো!

কোটি টাকার তেল চুরি করছেন পায়রা বন্দর!সহযোগিতা করছেন মেঘনা ডিপো-ঠিকদার আলো! ।। এম. লোকমান হোসাঈন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *